বিজ্ঞান কি? What is science?

 


বিজ্ঞান কি? What is science?

বিজ্ঞান কি? What is science?







বিজ্ঞান হচ্ছে সুসংবদ্ধ জ্ঞান ভান্ডার। বিজ্ঞান কি তা বুঝতে হলে আপনার জ্ঞান সম্পর্কে ধারণা থাকতে হবে। আপনি যখন কোনো বিষয়ের ধারণা অর্জন করবেন এবং আমার পোস্টে বিজ্ঞান কি তার সংগা পড়বেন, তখন এসময়ের জন্য নিশ্চিত হতে পারি যে, বিজ্ঞান কি তা বুঝতে পেরেছেন। পূর্বে পোস্ট করেছি জ্ঞান কি? গবেষণায় জ্ঞানের প্রয়োজনীয়তা পড়তে পারেন। আশাকরি জ্ঞান কি তা বুঝতে পারবেন। রিসার্চ বাংলা হল  গবেষণা বিষয়ক সাহিত্য পর্যালোচনা কেন্দ্র। এখানে সাহিত্যের বিভিন্ন সাখা প্রশাখা সম্পর্কিত বর্ণনা করা হচ্ছে। বিজ্ঞান কি তা জানার আগে আমি জ্ঞানকে গুরুত্ব দেই। কারণ, জ্ঞানই বিজ্ঞানের চর্চাক্ষেত্র। জ্ঞান চর্চার মাধ্যমেই বিজ্ঞানের নতুনত্ব আসে। 
বিজ্ঞান কি? বিজ্ঞান হচ্ছে সুসংবদ্ধ জ্ঞান ভান্ডার। অর্থাৎ, জ্ঞানের মৌলিক নামকে আমরা সাইনবোর্ড হিসেবে বিজ্ঞান ব্যবহার করতে পারি। জ্ঞান কি? জ্ঞান বলতে সাধারণত কোনো বিষয়ের বিষয়ভিত্তিক তথ্য, অবস্থা, বিবরণ, গুণাবলী বুঝি। আর, জ্ঞানকে কে সংগঠিত করে? জ্ঞানকে সংগঠিত করে গবেষণা। আর গবেষণা?  গবেষণা মুলত একটা তাত্ত্বিক প্রক্রিয়া যা নতুন জ্ঞানের সৃষ্টি বা বিদ্যমান জ্ঞানকে নতুন এবং সৃজনশীল উপায়ে ব্যবহার করাকে সংজ্ঞায়িত করা হয়। 
এখন,
যদি আমরা এভাবে দেখি যে,
বিজ্ঞান <-->জ্ঞান <- তথ্য <- বিবরণ <- গবেষণা 
গবেষণায় প্রাপ্ত বিবরণ হচ্ছে বিষয়ভিত্তিক তথ্য যা চর্চার মাধ্যম জ্ঞান অর্জন করে। এবং বিজ্ঞানের বৈজ্ঞানিক প্রক্রিয়া হচ্ছে গবেষণা। বিজ্ঞান, গবেষণা, তথ্য, বিবরণ এর মুল অভিভাবক হিসেবে আমরা জ্ঞানকে ধরে নিতে পারি। এবং বিজ্ঞান হচ্ছে জ্ঞানের সাইনবোর্ড। কিন্তু জ্ঞান? বিষয়ভিত্তিক তথ্য জ্ঞান গবেষণার মাধ্যমে প্রাপ্ত বিবরণ।  আমাদের জানতে হবে বিজ্ঞান কি? What is science?, জ্ঞান কি, তথ্য কি, বিবরণ কি এবং গবেষণা কি। জ্ঞান, তথ্য, বিবরণ,  গবেষণা বিষয়ে নিয়মিত আপডেট হচ্ছে এবং আগামিতেও হবে। পড়তে চাইলে রিসার্চ বাংলা সাইটের সাথে থাকুন। যেহেতু আজকের বিষয় বিজ্ঞান, এই জন্য এখানে বিজ্ঞানের গুরুত্ব বেশি পাবে। জ্ঞান নিয়ে পূর্বে পোস্ট হয়েছে এবং তথ্য বিবরণ, গবেষণা নিয়ে পরবর্তী সময়ে পোস্ট করা হবে রিসার্চ বাংলা সাইটে।





বিজ্ঞান কি? What is science?


উত্তর:- বিজ্ঞান হল সুসংবদ্ধ জ্ঞান ভান্ডার।



বিজ্ঞান কাকে বলে?


উত্তর ঃ- বিশ্বের যা কিছু  পরীক্ষণযোগ্য, পর্যবেক্ষণযোগ্য, যাচাইযোগ্য, তত্ত্বের নিয়মত্রান্ত্রিক ব্যবহারযোগ্য গবেষণা এবং গবেষণায় প্রাপ্ত জ্ঞান ভান্ডারকে বিজ্ঞান বলা হয়।



কিভাবে বিজ্ঞানী হওয়া যায়?


উত্তর ঃ- বিজ্ঞানী হওয়ার জন্য আপনার জ্ঞানের পরিধি বৃদ্ধি করতে হবে। নতুনত্ব এবং উদ্ভাবনীশক্তির চর্চা করতে হবে। যেহেতু, বিজ্ঞান বুঝতে হলে আপনাকে জ্ঞানের চর্চা করতে হবে, সেহেতু বিজ্ঞানী হতে হতে হলে আপনাকে গবেষণার চর্চা চালিয়ে যেতে হবে। একজন গবেষক বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করে বিশ্লেষণের মাধ্যমে গবেষণা করে নতুন এক বিবরণ তৈরি করে, তখন তাকে গবেষক বলা হয়। বিষয়ভিত্তিক বিবরণ হল এক একটা বিষয়ের বিষয়ভিত্তিক জ্ঞান। যেহেতু সুসংবদ্ধ জ্ঞান ভান্ডারকে আমরা বিজ্ঞান হিসেবে বুঝি, সেহেতু আমরা গবেষককে বিজ্ঞানী বলতে পারি।  কারণ, গবেষক তার গবেষণার মাধ্যমে সুসংবদ্ধ জ্ঞান ভান্ডার তৈরি করে। সুতরাং, গবেষণার মাধ্যমে নতুন জ্ঞান তৈরি করে সহজে বিজ্ঞানী হওয়া যায়।





গবেষণা বিষয়ক নিয়মিত পোস্ট পড়তে Research Bangla র সাথে থাকুন। 




Previous Post
No Comment
Add Comment
comment url