বাংলিশ কি? বাংলিশ লেখার নিয়ম
বাংলিশ কি? বাংলিশ লেখার নিয়ম
বাংলিশ কি?
আপনি যেকোনো ভাষায় কথা বলেন না কেন, মুল বিষয় হচ্ছে ভাবের বিনিময়। আমরা সাধারণত মুখে বলে বা খাতায় লিখে মনের ভাব প্রকাশ করি। ভাব প্রকাশ করার জন্য আমরা অঞ্চলভিত্তিক/দেশভিত্তিক/আন্তর্জাতিক ভাষা ব্যবহার করি। ভাষার লিখিত ধরণ সাহিত্যের মাধ্যমে ভাবের বিনিময় করি। এই জন্য আমাদের জানতে হবে ভাষা কি, ব্যাকরণ কি, সাহিত্য কি, শব্দ কি। কারণ আপনি যখন কোনো বিষয়ে লেখার মাধ্যমে মনের ভাব প্রকাশ করবেন, তখন আপনাকে ভাষা ঠিক করতে হবে। ইংরেজি, বাংলা ফার্সি নাকি উর্দু ভাষায় লিখবেন, তা আপনাকে ঠিক করতে হবে। এবং আপনি যখন কোনো বিষয়ে মনের ভাব প্রকাশ করবেন, তখন ব্যাকরণ ব্যবহার করে সাহিত্য রচনা করতে হবে। জানতে হবে শব্দভাণ্ডার।
বাংলিশ কি? বাংলিশ লেখার নিয়ম
আমাদের মাতৃভাষা বাংলা। আমরা বাংলা ভাষায় কথা বলি। আমাদের বাংলা ভাষায় ভিন্ন ভাষার শব্দের ব্যবহার রয়েছে। বাংলা ভাষার শব্দভান্ডারের মুল এবং আদি উৎস হল পালি এবং প্রাকৃত ভাষা হতে। পরে আরবি, ফার্সি ও সংস্কৃত এবং বিভিন্ন ভাষা থেকে ঋণশব্দ গ্রহণ করা হয়ে এবং পরবর্তী আরও পুনঃঋণশব্দ গ্রহণ করা হয়। পরবর্তীতে হয়তো আরও পুনঃঋণশব্দ গ্রহণ করা হতে পারে বা গ্রহণ করবে। যেগুলো বাংলা ভাষার শব্দভান্ডারে গ্রহণ করা হয়েছে, তা বাংলা ভাষার শব্দ। কিন্তু, যা গ্রহণ করা হয়নি এমন শব্দ বাংলা ভাষার বাক্যে ব্যবহার করা হলে তাকে বাংলিশ বাক্য বা কথা বলার ধরণ বাংলিশ বলা হয়ে থাকে। বাংলিশ শব্দ মুলত বাক্যের বিকৃতি অর্থে ব্যবহার করা হয়েছে।
বাংলিশ কাকে বলে?
বাংলিশ কাকে বলে? যখন কোনো বিষয়ে লেখার সময় বাংলা ভাষার সাথে ইংরেজি শব্দের প্রয়োগ ঘটিয়ে বাক্য তৈরি করা হয়, তখন তাকে বাংলিশ বলা হয়। লিখিত বা মৌখিক বাক্যে দোভাষী প্রয়োগ ঘটলে তাকে বাংলিশ বলা যায়।
বাংলিশ লেখার নিয়ম।
বাংলিশ কোনো অঞ্চল/দেশ/আন্তর্জাতিক ভাষা না। এ শব্দের ব্যবহার কখন থেকে তা আমার জানা নেই তবে অনেকের মত করে আমিও মনের অজান্তে বাংলিশ ভাষায় কথা বলি। বাংলায় কথা বলার সময় এমন কিছু ইংরেজি শব্দ আছে যা কথা বলার সুবিধার্থে যেন ইচ্ছে করেই ব্যবহার করি।
আমরা যখন মুখে কাউকে বার্তা পাঠাতে বলি, তখন কিন্তু বলি না আমাকে বার্তা পাঠাও। আমরা বলি আমাকে ম্যাসেজ সেন্ড করো। "আমাকে ম্যাসেজ সেন্ড করো" বাক্যটি বাংলিশ বাক্য। মৌখিক কথনের সুবিধার্থে আমরা সহজেই বাংলিশ বাক্য বলে ফেলি। একই ভাবে অন্যান্য বাক্যে এভাবেই বাংলা ভাষার সাথে ইংরেজি ভাষার শব্দ ব্যবহার করছি। এখানে ব্যবহার করা শব্দ "ম্যাসেজ সেন্ড" কি বাংলা শব্দ বা পুনঃঋণশব্দ? না। ম্যাসেজ সেন্ড এই রকম শব্দের মত এক বা একাধিক শব্দ যোগ করে যখন কোনো ব্যক্তি বাক্য তৈরি করে লিখিত বা মৌখিক কথনের মাধ্যমে মনের ভাব প্রকাশ করে, তখন তা বাংলিশ বলা যায়।
কারণ,
বাংলা ভাষার শব্দভান্ডারের মুল এবং আদি উৎস হল পালি এবং প্রাকৃত ভাষা হতে। সাথে বাংলায় যুক্ত হয় ফার্সি, আরবি, সংস্কৃত। পরবর্তী ঋণশব্দ এবং পুনঃঋণশব্দ যোগ হয় বাংলার শব্দভান্ডারে। ভবিষ্যৎ আরও পুনঃঋণশব্দ গ্রহণ করবে বা করতে পারে। কিন্তু, যে শব্দ বাংলা ভাষার শব্দভান্ডারে নেই তা প্রতিনিয়ত ব্যবহার করে বাংলা ভাষার বাক্যের বিকৃতি ঘটাচ্ছি। বিকৃতি ঘটানো বাক্যই হল বাংলিশ। বাংলিশ লেখার আলাদা কোনো নেই নেই। বাক্য গঠনের ব্যাকরণ-ই হল বাংলিশ লেখার নিয়ম।
নোটঃ আমি কেবল আমার লেখায় বাংলিশ বিষয়ে উন্মুক্ত চিন্তার প্রকাশ করেছি। আশাকরি, আপনার মুল্যবান মন্তব্য দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।