How to Write a Research Proposal in 2024: research tutorial 1
How to Write a Research Proposal in 2024: research tutorial 1
বিজ্ঞান হচ্ছে সুসংবদ্ধ জ্ঞান ভান্ডার।
বিজ্ঞানের বৈজ্ঞানিক প্রক্রিয়া হচ্ছে গবেষণা।
মোঃ নূর ইসলাম
গবেষণা,
প্রথমেই বলে নিচ্ছি আমার এ গবেষণা বিষয়ক পোস্ট গুলো ব্যক্তিগত চিন্তাধারা থেকে লেখা এবং গবেষণার-ই ধাপে বিশ্লেষণের মাধ্যমে প্রকাশ। অর্থাৎ, গবেষণার একটা প্রজেক্ট হচ্ছে অধ্যায়নের মাধ্যমে জ্ঞানের পরিধি বৃদ্ধি করা। আমি বলছি না আমি আবিষ্কার করেছি বা করবো বা নিজেকে গবেষক হিসেবে দাবি করছি। আমি কোনোটাই না। How to Write a Research Proposal in 2024: research tutorial 1 কেবল সখ থেকে গবেষণা বিষয়ক ব্যক্তিগত ভাবনার প্রকাশ করছি। আমি যেমন অধিক অধ্যায়নের মাধ্যমে জ্ঞানের পরিধি বৃদ্ধি করার চেষ্টা করছি, ঠিক আপনিও চর্চা এবং অধ্যায়নের মাধ্যমে আপনার জ্ঞানের পরিধি বৃদ্ধি করতে পারেন। জ্ঞানের পরিধি বৃদ্ধি করতেও প্রয়োজন গবেষণা। কারণ, গবেষণা হচ্ছে একটা পদ্ধতিগত প্রক্রিয়া। How to Write a Research Proposal in 2024: research tutorial 1
আপনি কোন বিষয়ে অভাববোধ করছেন তা হচ্ছে ভাবনা বা অনুমিত ভাবনা বা Hypothesis. Hypothesis হচ্ছে গবেষণার প্রথম ধাপ যা গবেষণা করতে সম্ভাব্য যুক্তি উপস্থাপন হতেও পারে আর নাও হতে পারে। যখন সম্ভাব্য যুক্তি উপস্থাপন হবে, তখন শুরু হবে উপাত্ত ও তথ্য সংগ্রহ, তথ্য সংরক্ষণ, তথ্য বিশ্লেষণ, তথ্য সংযোজন, তথ্য বিয়োজন বা পরিমার্জন। এবং ফলাফলে আসবে সমাধান। অর্থাৎ, যেকোনো বিষয়ের বিষয়ভিত্তিক সমস্যার সমাধান করা হল গবেষণার কাজ। এ হিসেবে কি বলা যায় না যে গবেষণা সর্বক্ষেত্রে প্রয়োগযোগ্য! হচ্ছেও তাই। অনেক সময় আমরা নিজেদের অজান্তে গবেষণা করে ফেলছি। বাস্তবে কি কোনো সমস্যার সম্মুখীন হননি? সমস্যায় পড়ে কি আপনার ভাবতে হয়নি? পদক্ষেপ কি নিয়েছিলেন? বিশ্লেষণ করলে দেখা যাবে যে, তা একটা পদ্ধতিগত প্রক্রিয়ার মাধ্যমে সমাধান করেছেন। যদি পদ্ধতিগত প্রক্রিয়া গবেষণা হয়, তাহলে Proffesional research এর বিপরীতে Non-proffesional research ও আছে। proffesional research একাডেমীক শিক্ষা হলেও Non-proffesional research হচ্ছে আমাদের পারিবারিক এবং সামাজিক জ্ঞান চর্চার মাধ্যমে আমরা থিউরি ব্যতীত বিভিন্ন বিষয় বিষয়ভিত্তিক সমস্যার সমাধান করে থাকি। এটাই হচ্ছে অপেশাদার গবেষণা বা Non-proffesional research!.
গবেষণা
বিজ্ঞানের বৈজ্ঞানিক প্রক্রিয়া হচ্ছে গবেষণা। গবেষণা হল জ্ঞানের পরিধি বাড়ানোর জন্য সৃজনশীল এবং পদ্ধতিগত প্রক্রিয়া। যথাযথভাবে যেকোনো সমস্যা সমাধানের জন্য তথ্য সংগ্রহ, সংগঠন, বিশ্লেষণ, সংযোজন, বিয়োজন, পরিমার্জন বা নতুন কিছু আবিষ্কারের জন্য কার্য পরিচালনা করে।
গবেষণা পদ্ধতি
গবেষণা পদ্ধতি গুলো নিম্নে উল্লেখ করা হলঃ-
বিশুদ্ধ গবেষণা পদ্ধতি,
বর্ণনামুলক গবেষণা পদ্ধতি,
অভিজ্ঞানমুলক গবেষণা পদ্ধতি,
প্রায়োগিক গবেষণা পদ্ধতি
কর্মপন্থা মুলক গবেষণা পদ্ধতি,
কর্মরুপায়ণ সংক্রান্ত গবেষণা পদ্ধতি,
মাত্রিকতা নির্ভর গবেষণা পদ্ধতি,
গুননির্ভর গবেষণা পদ্ধতি।
(অন্য পোস্ট বর্ণনা উল্লেখ করবো)
গবেষণার লক্ষ্য।
যথাযথভাবে যেকোনো সমস্যার সমাধান বের করাই হচ্ছে গবেষণার মুল লক্ষ্য।
গবেষণার বিষয়বস্তু,
#প্রথমে গবেষণার বিষয় নির্বাচন করতে হবে। অর্থাৎ, আপনি যে বিষয়ে গবেষণা করবেন, তা চিহ্নিত করতে হবে
#গবেষণার বিষয় নির্ধারণ করে তা পর্যালোচনা করতে হবে।
#গবেষণার সমস্যা নির্দিষ্টকরণ করতে হবে।
#তথ্য সংগ্রহ করতে হবে।
#তথ্য বিশ্লেষণ করতে হবে এবং বর্ণনা করতে হবে।
#প্রতিবেদন তৈরি করতে হবে।
সর্বক্ষেত্রে গবেষণার প্রয়োগ ঘটাতে Research Bangla র সাথে থাকুন। কারণ Research Bangla বাংলা সাহিত্যে গবেষণার মাধ্যমে জ্ঞানের চর্চা প্রচার করছে।
FAQs
গবেষণা কি?
বিজ্ঞানের বৈজ্ঞানিক প্রক্রিয়া হচ্ছে গবেষণা। গবেষণা হল জ্ঞানের পরিধি বাড়ানোর জন্য সৃজনশীল এবং পদ্ধতিগত প্রক্রিয়া। যথাযথভাবে যেকোনো সমস্যা সমাধানের জন্য তথ্য সংগ্রহ, সংগঠন, বিশ্লেষণ, সংযোজন, বিয়োজন, পরিমার্জন বা নতুন কিছু আবিষ্কারের জন্য কার্য পরিচালনা করে।
গবেষণার মুল উদ্দেশ্য কি?
যথাযথভাবে কোনো সমস্যার সমাধান করা হল গবেষণার মুল উদ্দেশ্য।
গবেষণা পদ্ধতি গুলো কি কি?
গবেষণা পদ্ধতি গুলো নিম্নে উল্লেখ করা হলঃ-
বিশুদ্ধ গবেষণা পদ্ধতি,
বর্ণনামুলক গবেষণা পদ্ধতি,
অভিজ্ঞানমুলক গবেষণা পদ্ধতি,
প্রায়োগিক গবেষণা পদ্ধতি
কর্মপন্থা মুলক গবেষণা পদ্ধতি,
কর্মরুপায়ণ সংক্রান্ত গবেষণা পদ্ধতি,
মাত্রিকতা নির্ভর গবেষণা পদ্ধতি,
গুননির্ভর গবেষণা পদ্ধতি।
গবেষণার বিষয়বস্তু গুলো কি কি?
#প্রথমে গবেষণার বিষয় নির্বাচন করতে হবে। অর্থাৎ, আপনি যে বিষয়ে গবেষণা করবেন, তা চিহ্নিত করতে হবে
#গবেষণার বিষয় নির্ধারণ করে তা পর্যালোচনা করতে হবে।
#গবেষণার সমস্যা নির্দিষ্টকরণ করতে হবে।
#তথ্য সংগ্রহ করতে হবে।
#তথ্য বিশ্লেষণ করতে হবে এবং বর্ণনা করতে হবে।
#প্রতিবেদন তৈরি করতে হবে।
Next
How to Write a Research Proposal in 2024: research tutorial 2
#research
#bangla