Rules for Writing Research Titles.

  Rules for Writing Research Titles.



গবেষণায় শিরোনাম লেখার নিয়ম। Rules for Writing Research Titles.

research, research paper, researchgate, what is research,




 



   







#গবেষণায় শিরোনাম নাম লেখার নিয়ম।


গবেষণা শুরু করতে সর্বপ্রথম এবং প্রধান বিষয় হচ্ছে গবেষণার শিরোনাম নির্বাচন করা। বিষয়ভিত্তিক বর্ণনার সংক্ষিপ্ত প্রকাশ হচ্ছে শিরোনাম।  এক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হয়। কেননা, অর্থ বিহীন শিরোনাম বা অপ্রাসঙ্গিক শিরোনাম কখনো গবেষণার শিরোনাম হতে পারে না। শিরোনাম সঠিকভাবে নির্বাচন করতে না পারলে গবেষণার লক্ষ্যে পৌঁছানো সম্ভব হয় না।  মনে রাখতে হবে,  বিষয়ভিত্তিক  শিরোনাম নির্বাচন হচ্ছে গবেষণার প্রথম এবং গুরুত্বপূর্ণ দক্ষতা।



যদিও গবেষণায় প্রথম ধাপ হচ্ছে অনুমিত ভাবনা কিন্তু, তা বাস্তবে বাস্তবায়ন করতে গেলে সর্বপ্রথম আমাদের  শিরোনাম তৈরি করতে হবে  বা এ বিষয়ে আমাদের দক্ষতা অর্জন করতে হবে।  কেননা দৈনন্দিন জীবনে আমরা প্রতিনিয়ত নানান বিষয়ে ভাবতে থাকি বা বিভিন্ন ভাবনার উদয় হয়।সবগুলো ভাবনার বাস্তবায়ন বা প্রয়োগ করা সম্ভব হয় না। কিছু ভাবনা মানুষ ভুলে যায়, কিছু ভাবনা অযোগ্য ধরে ভুলে যায় আবার কিছু ভাবনা যোগ্য হলেও প্রয়োগ করা সম্ভব হয় না। আর, যে ভাবনা যোগ্য বলে গণ্য হয়, তা হচ্ছে বিষয়ভিত্তিক গবেষণার শিরোনাম।



উদাহরণ হিসেবে বলা যায় চাঁদে গিয়ে ঘুরে আসবো। ইহা কেবল কল্পণায় সম্ভব কিন্তু বাস্তবে সকলের ক্ষেত্রে প্রযোজ্য না। এহিসেবে আবার কিছু কিছু ভাবনা যোগ্য এবং অযোগ্য দুইটাই বলা যায়। বিষয়ভিত্তিক ভাবনা অনেকের সাথে মিলে গেলেও ভাবনার গঠনগত দিক বা কাল্পনিক প্রক্রিয়া ভিন্ন। 



যাদের ক্ষেত্রে চাঁদে যাওয়া সম্ভব, তাদের দ্বারা তৈরি হবে গবেষণা।  আর, চাঁদে যাওয়া এবং সেখান থেকে ঘুরে আসার সম্পূর্ণ প্রক্রিয়ার বর্ণনা হচ্ছে গবেষণাপত্র। এই গবেষণা পত্রের সারমর্ম বা সংক্ষিপ্ত নাম হচ্ছে শিরোনাম।  শিরোনাম গবেষণা প্রক্রিয়ার অর্থ বহন করে। 




গবেষণায় শিরোনাম লেখার সময় যে যে বিষয়গুলো খেয়াল রাখতে হয়,


১/  শিরোনাম লেখার সময় যেন অপ্রাসঙ্গিক কোনো শব্দের প্রবেশ না ঘটে। এতে শিরোনাম তার যোগ্যতা হারাবে।


২শিরোনাম লেখার সময় অবশ্যই শিরোনামকে সংকুচিত করার চেষ্টা করবেন। কিন্তু, এমনভাবে সংকুচিত করবেন না যা গবেষণার অর্থ বিকৃত হবার কারণ হয়।


৩। শিরোনাম লেখার সময় ভাবরস সমৃদ্ধ বাক্য তৈরি করার চেষ্টা করবেন (বিষয়ভিত্তিক) । এতে করে শিরোনাম মজবুত হয়।


৩/ শিরোনাম লেখার সময় বাক্য সঠিকভাবে তৈরি হচ্ছে কিনা সে বিষয়ে খেয়াল রাখতে হবে।


৪/ শিরোনামের দৈর্ঘ্য কতটুকু হওয়া উচিৎ, তা নির্ধারণ করে বিষয়ভিত্তিক গবেষণা। 


৫/ গবেষণার শিরোনামে কখনো প্রশ্নবোধক চিহ্ন হয় না। 


পরবর্তি পোস্ট পড়তে

 http://www.research-bangla.com

 সাইটে যুক্ত থাকুন।



মন্তব্য…

গবেষণা বিষয়ক নিয়মিত পোস্ট পড়তে

 Research-bangla.com সাইটের সাথে যুক্ত থাকুন। এছাড়াও ফেসবুক পেজ ফলো করে নিয়মিত আপডেট পান। গবেষনার মাধ্যমে আবিষ্কার করুন নতুনত্ব, নতুন কিছু। গবেষনার মাধ্যমে জ্ঞানের পরিধি বৃদ্ধি করুন। আমরা প্রত্যেকে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে চলি। গবেষণা ও একটা প্রক্রিয়া। বাস্তব জীবনে আমরা যে প্রক্রিয়ার মধ্য দিয়ে চলছি, সে প্রক্রিয়া উন্নত করতে আমাদের গবেষণা বিষয়ক অধ্যায়ন প্রয়োজন। 

 

 

 

 Rules for Writing Research Titles. বা গবেষণায় শিরোনাম লেখার নিয়ম হচ্ছে how to write a research proposal. research tutorial 1 এর অংশ। যদিও সে পর্বে গবেষণায় শিরোনাম লেখার নিয়ম হিসেবে টাইটেল থাকছে না কিন্তু, how to write a research proposal. research tutorial এর পর্বে থাকছে। Rules for Writing Research Titles বা গবেষণায় শিরোনাম লেখার নিয়ম এ কেবল যে বিষয়গুলো খেয়াল রাখতে হয় তা উল্লেখ করেছি। পরবর্তী
Rules for Writing Research Titles এ থাকছে শিরোনাম কি, কেন প্রয়োজন, কোথায় শিরোনাম ব্যবহার করবেন, কি জন্য শিরোনাম প্রয়োগ করবেন, শিরোনাম কেমন হওয়া উচিৎ।  পেশাদার এবং অপেশাদার গবেষণায় শিরোনাম কিভাবে তৈরি করবেন তার বিস্তারিত বিবরণ এবং প্রশ্ন সহ প্রশ্নের উত্তর যুক্ত থাকবে।

ধন্যবাদ 



 




Next Post Previous Post
No Comment
Add Comment
comment url