What is Hypothesis/- Characteristics, Source, Types, Examples
Research bangla
What is Hypothesis/- Characteristics, Source, Types, Examples
Hypothesis বা অনুমান বা অনুমিত ভাবনা।
মানুষ তার স্বাভাবিক অবস্থায় একইসাথে এক বা একের অধিক কার্য পরিচালনা করে। একটা হচ্ছে শারীরিক এবং আরেকটা হচ্ছে বুদ্ধিবৃত্তিক চিন্তাশক্তি দ্বারা। অধিকাংশ ব্যক্তি চিন্তাশক্তি এবং শারীরিক শ্রম নির্দিষ্ট বিষয়ভিত্তিক কাজে প্রয়োগ করে করে কার্য সম্পাদন করে। কাজের সাথে চিন্তাশক্তির মিল থাকলে বা একই বিষয় কেন্দ্রিক হলে তা কাজের দক্ষতা। আর, শারীরিকভাবে কাজের সাথে চিন্তাশক্তির মিল না থাকলে বা কাজ করছেন একবিষয়ে এবং চিন্তা করছেন অন্য বিষয়ে এমন হলে বুঝে নিতে হবে ইহা কাজের অসাবধানতা।
মুলত এই চিন্তাশক্তিরর দ্বারা তৈরি হয় Hypothesis বা অনুমান বা অনুমিত ভাবনা। যখন কোনো বিষয়ের বিষয়ভিত্তিক কাজের সম্ভাব্য ধারাবাহিকতা তৈরি হয়, তখন তাকে Hypothesis বা অনুমান বা অনুমিত ভাবনা বলা হয়। ইহা গ্রহণযোগ্য হতে পারে আবার নাও হতে পারে। What is Hypothesis/- Characteristics, Source, Types, Examples
গবেষণায় Hypothesis গ্রহণযোগ্য।
গবেষণায় Hypothesis বর্জনীয়।
আবার, Hypothesis বা অনুমান বা অনুমিত ভাবনা হচ্ছে গবেষণার প্রথম ধাপ বা সূচনা। কারণ, মানুষের মাঝে যখন কোনো বিষয়ের অভাববোধ সৃষ্টি হয় তখন, উদ্দেশ্য সাধনের লক্ষ্যে অনুমান করতে থাকে। গবেষণার শুরু এখান থেকেই। গ্রহণযোগ্য Hypothesis বা অনুমান বা অনুমিত ভাবনাই হচ্ছে গবেষণা। ইহা গবেষণার প্রথম এবং মৌলিক উপাদান।
যদিও গবেষণায় বিভিন্ন উপাত্ত এবং তথ্য সংগ্রহের জন্য Hypothesis সম্ভাব্য সহায়ক হিসেবে কাজ করে কিন্তু, উদ্দেশ্য সাধনের লক্ষ্যে যে অনুমান-কে কেন্দ্র করে গবেষণা কার্য পরিচালনা করা হয়, তাকে গবেষণার মৌলিক Hypothesis বা অনুমান বা অনুমিত ভাবনা বলা হয়।
(নোট)
Research-bangla.com গবেষণা বিষয়ক ব্যক্তিগত ব্লগ সাইট। ইহা প্রফেশনালভাবে গবেষণার দলিল হিসেবে প্রতিযোগিতা করে না। কিন্তু, গবেষণায় জ্ঞান অর্জন বা বিশ্লেষণে সহায়ক হিসেবে কাজ করবে বলে মনে করি।
Hypothesis বা অনুমান বা অনুমিত ভাবনার প্রকারভেদ।
বিভিন্ন উৎস বিশ্লেষণ করলে দেখা যায়, Hypothesis প্রধানত দুই প্রকার।
১/ সরল অনুমান
২/ জটিল অনুমান।
Hypothesis এর বৈশিষ্ট্য।
১/ Hypothesis হল বাস্তব অভিজ্ঞতাভিত্তিক জ্ঞানের বিশ্লেষণ।
২/ Hypothesis হল সম্ভাব্য সাময়িক সিদ্ধান্ত।
৩/ Hypothesis হল অস্থায়ী সিদ্ধান্ত।
৪/ Hypothesis হল গবেষণার পর্যবেক্ষণ যুক্ত সংক্ষিপ্ত বিবরণ (লিখিত বা মৈখিক)
৫/ Hypothesis গবেষণায় দিক নির্দেশক হিসেবেও কাজ করে।
Hypothesis বা অনুমান বা অনুমিত ভাবনার গুরুত্ব।
#Hypothesis বিষয়ভিত্তিক গবেষণায় জ্ঞান অর্জনে সাহায্য করে।
#Hypothesis গবেষণায় তথ্য সংগ্রহে সহযোগীতা করে।
#Hypothesis গবেষণায় ধাপে ধাপে সময় এবং অর্থের খরচ কমাতে সহযোগীতা করে।
#Hypothesis গবেষণায় অপ্রয়োজনীয় তথ্য বর্জন এবং প্রয়োজনীয় তথ্যকে যুক্ত করতে সহযোগীতা করে।
#Hypothesis গবেষণার বিষয়ভিত্তিক পথ-নির্দেশ করে।
FAQs
What is Hypothesis/-হাইপোথিসিস কি?
যখন কোনো বিষয়ের বিষয়ভিত্তিক কাজের সম্ভাব্য ধারাবাহিকতা তৈরি হয়, তখন তাকে Hypothesis বা অনুমান বা অনুমিত ভাবনা বলা হয়। ইহা গ্রহণযোগ্য হতে পারে আবার নাও হতে পারে।
What are the characteristics of hypothetical thoughts?
Hypothesis বা অনুমান বা অনুমিত ভাবনা হচ্ছে গবেষণার প্রথম ধাপ বা সূচনা। কারণ, মানুষের মাঝে যখন কোনো বিষয়ের অভাববোধ সৃষ্টি হয় তখন, উদ্দেশ্য সাধনের লক্ষ্যে অনুমান করতে থাকে। গবেষণার শুরু এখান থেকেই। গ্রহণযোগ্য Hypothesis বা অনুমান বা অনুমিত ভাবনাই হচ্ছে গবেষণা। ইহা গবেষণার প্রথম এবং মৌলিক উপাদান।
Source of supposed thought
মুলত কোনো বিষয়ের অভাববোধ থেকে যখন কোনো কিছুর প্রয়োজনীয়তা সৃষ্টি হয়ে এবং সে লক্ষ্যে উদ্দেশ্য সাধনের জন্য সম্ভাব্য যে করণীয় বিষয় জাগ্রত হয়, মুলত সেই সম্ভাব্য করণীয় ভাবনাই হচ্ছে Hypothesis বা অনুমান বা অনুমিত ভাবনার উৎস।
Hypothesis বা অনুমান বা অনুমিত ভাবনার প্রকারভেদ। Types, Examples
বিভিন্ন উৎস বিশ্লেষণ করলে দেখা যায়, Hypothesis প্রধানত দুই প্রকার।
১/ সরল অনুমান
২/ জটিল অনুমান