মাতৃভাষা। বাংলা কবিতা। Bengla poetry. nur islam
বাংলা কবিতা। Bengla poetry.
মাতৃভাষা,
_________নূর ইসলাম
আমি ব্যাকরণ যানি না,
যানি শুধু মায়ের শুরে মধু মাখা কন্ঠে তাল মিলিয়ে হৃদয়ের গহিনে না বলা কথা গানের শুরে প্রকাশ করা।
হয়নি গানের শিক্ষা নেয়া,
এতটা শিখেছি যে, চক্ষু দৃষ্টি বিশ্লেষণ করে ভাল-মন্দ কথা প্রকাশ করা।
যদিও কন্ঠস্বর ভালো না।
তাতে কি? তোমার মায়ের শিক্ষা তোমার কাছে, আর আমার মায়ের শিক্ষা আমার কাছে।
মাতৃভাষা। বাংলা কবিতা। Bengla poetry. nur islam
শিক্ষা কেন্দ্র নেই প্রথম পা ফেলার।
আমি শিখেছি বিনামুল্যে মায়ের হাত ধরে পায়ের উপর পা রেখে প্রথম ছয় ইঞ্চি দুরে পা ফেলা।
হৃদয় নামক ইঞ্জিনটা চালিয়ে দেয়নি কেহ।
আমি সচল হয়েছি মাতৃগর্বে মাতৃ-তাপমাত্রায় সৃষ্টিকর্তার প্রদত্ত নিয়মে।
থেমে নেই, চলছে অবিরত মায়ের ভালবাসা,
আমার শরীরে রক্তকণা অনু পরমানু ক্ষুদ্র পশমে, প্রতিটি শিরায় শিরায়।
অহেতুক শত্রুতা সেখায়নি।
শিখেছি ভাল ব্যবহার করতে, সম্মান যানাতে, কেউ ক্ষতি করতে চাইলে শিখেছি উপযুক্ত শাস্তি দিতে।
ভেব না আমরা অবলা হরিণ প্রাণী, পারবো না কিছু করতে।
হিংস্র বাঘের ন্যায় থামাতে পারি, মাতৃ ভালবাসাতে।
ভেবে দেখ বাওয়ান্ন ভাষা আন্দোলনে পিছপা হইনি।
১৪৪ ধারা ভাংতে জীবনের মায়া করিনি।
চেয়ে দেখ তাজা রক্তে রাস্তা ভেজা মাতৃভাষা।
রক্তে রঞ্জিত রংগিন করে দিবে তোমাদের মুখমন্ডল, মাথা নত করতে সেখায়নি মা।
বুঝে নাও আমরা বাংগালি বাংলা দেশি, বাংলা মোদের জান।
আমাদের ভাষা বিকৃতি করতে পারেনি কেউ,কেউ পারবে না।
অতীত খুজে নাও প্রমাণ।
সাবধান শত্রু, সাবধান, সামনে এসো না।
শহীদ ভাইদের কসম__
আবার যদি সামনে আসো,
দিয়ে দিব বলি, হারাবে প্রাণ।
অমর একুশে বইমেলা ২০১৮ তে প্রকাশিত বাংলা কবিতা " মাতৃভাষা "
মাতৃভাষা কবিতা হচ্ছে গদ্যে লেখা ভাবরস সমৃদ্ধ বাংলা কবিতা। "The first beginning of Bengali literature. বাংলা সাহিত্যের প্রথম সূচনা।" পোস্টে উল্লেখিত গদ্যের উদাহরণ হচ্ছে বাংলা কবিতা। গদ্য কেবল দুইভাবে ব্যবহার করা হয়। প্রথমত ভাবরস সমৃদ্ধ বাক্য এবং দ্বিতীয়ত কথ্য ভাষায় ব্যবহৃত বাক্য। research-bangla য় কবিতা ব্যবহার করা হয়েছে একটা উদাহরণ হিসেবে। কারণ গবেষণায় লিখিত সাহিত্য গদ্য ব্যবহার করা হয়। উল্লেখ করা আরেকটা কবিতা পড়ুন;-
De-oxyribo nucleic acid.
,,,,,,,,,,,, নূর ইসলাম।
__________________________________
আচ্ছা, DNA কি?
De-oxyribo nucleic acid.
ঠিক বললাম তো?
এর মাধ্যমে কি সম্পর্ক নিশ্চিত করা যায়?
যদি আমার উত্তর ঠিক হয়, তবে বাংলার প্রতিটি মানুষের DNA তথ্য সরকারি কেন্দ্রে জমা হোক। কেননা,,,,,
সাধু অসাধুর মিলন মেলায় সদ্যজাত নব-জাতকের পরিচয় নিশ্চিত হোক।
হারামির বাচ্চা, জারজ সন্তান, মানুষ রুপে পরিচয় হোক। পরিচয় হবে জ্ঞানহীন পাগল নারী, না হোক বাড়ি, পরে থাকুক রাজপথে কিংবা রেল-লাইনের পাশ ঘিরে। না হয় পরে থাকুক ফুটপাতে ছ্যাদাভ্যাদা ধূলা যুক্ত নর্দমা দুর্গন্ধে পুলিশের তাড়ায় ঘুরে বেড়াক রাত জুড়ে ।
শাহবাগ চত্বর,টিএসসি,কিংবা কমলাপুর, এয়ারপোর্ট, টঙ্গী, ইত্যাদি বস্তি, বিয়ে বহির্ভূত হরমোনগত সঙ্গী, মাত্র ১০টাকা বা তাহার অধিক কিংবা খাবার লোভ, মেটায় তৃপ্তি। আমি বলছি না রাজাকার কিংবা জঙ্গি। বলছিনা অমানুষ অথবা মানুষ বহির্ভূত অন্য কিছু। কেউ স্বার্থ নেশা অথবা শূন্য তলপেট মহাশূন্যের নেশায় বাস্তবতা ভুলে বাধ্য বিষাক্ত রক্তমেলায়।
জয় হোক সন্তানের, জয় হোক মিলনের, পরিচয় হোক সদ্যজাত মাত্র আগমন করা চাঁদ মাখা সাদা গোলাপের।
জয় হোক ফিজিক্যাল, জয় হোক ডিজিট্যাল, জয় হোক ম্যান ইজ মর্টার।
জয় হোক মানবতার। জয় হোক পেটের দায়ে বাধ্য হওয়া খারাপ কাজে লিপ্ত হওয়া মেহনতি মানুষের। নিপাত যাক উত্তেজক পদার্থ, নিপাত যাক ৮ ইঞ্চি টিউবলাইটের। ধ্বংস হোক খোলা আকাশে মুক্ত হাওয়ায় ঘুরে বেড়ানোর উত্তেজক পণ্যের l
ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি কেবল গদ্যের উদাহরণ টেনেছি। ইহা গদ্যের ভাবরস সমৃদ্ধ বাক্য ব্যবহার করার চেষ্টা করেছি। গবেষণা ব্যবহার করা হয় কথ্য ভাষার বাক্য।